Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকা

                      উপজেলা প্রাণি সম্পদ দপ্তর

               বাসাইল, টাংগাইল।

 

ভূমিকা ঃ

 

 

১. প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ করে মেধাবী সুস্থ  শিক্ষিত সচেতন মানুষের মুক্ত সমাজ প্রতিষ্টা করা যেখানে জীবন ও সম্পদের  উপর মানুষের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।

২. বেকারদের দারিদ্র্য মুক্ত করে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৩. স্থিতিশীল উৎপাদন ব্যবস্থার মাধ্যমে বিশ্ব খাদ্য সংকট মোকাবেলায় ভূমিকা রাখা।

৪. সমাজের অনগ্রসর গোষ্ঠির ক্ষমতায়নের মাধ্যমে অগ্রসর অনগ্রসর উভয় গোষ্ঠিকে উৎপাদনের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা।                                                                                                                                    

 

 

সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

সেবা সমূহ

সেবা প্রদানকারী

সেবা দানের সময়

মন্তব্য

০১

অসুস্থ গবাদি পশু ও হাঁস-মুরগীর চিকিৎসা ও ব্যবস্থা পত্র প্রদান।

ক) হাসপাতাল

খ) কৃষকের বাড়ি/খামারে/চেম্বারে

গ) গবাদি পমু ও হাঁস-মুরগীর নমুনা (গোবর, রক্ত নমুনা পরীক্ষা ও প্রয়োজনবোধে আঞ্চলিক কোন অনুসন্ধান গবেষনাগারে প্রেরণ)।

ভেটেরিনারি সার্জন

সকাল ৯.০০ হতে

বিকাল ৫.০০ টা

প্রয়োজনে অফিস সময়ের পরে।

বিনা মূল্যে/নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে।

০২

ক) গবাদি পশু ও হাঁস মুরগীর টিকা বীজ সরবরাহ/বিক্রয়

খ) উন্নত জাতের ঘাসের কাটিং,

বীজ সরবরাহ (প্রাপ্তি সাপেক্ষে)

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার,

ইউ.এল.এ,

ভি.এফ.এ

সকাল ৯.০০ হতে

বিকাল ৫.০০ টা

সরকারী মূল্য

তালিকা মোতাবেক

০৩

ক) প্রযুক্তি হসত্মামত্মরের নিমিত্তে কৃষক প্রশিক্ষণ, গবাদি পশু ও হাঁস মুরগী পালন সংক্রামত্ম প্রশিক্ষণ প্রদান।

খ) ক্ষুদ্র ঋণ বিতরণের নিমিত্তে সুফল ভোগী নির্বাচন, ঋণ বিতরণ ও আদায়

প্রকল্পের সংস্থান অনুসারে প্রকল্পের বিধি মোতাবেক

গ) গবাদি পশু ও হাঁস মুরগী রোগাক্রামত্ম এলাকা পরিদর্শন/নমুনা সংগ্রহ ও রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

বিনামূল্যে

ঘ) ব্যক্তি মালিকানাধীন গবাদি পশু ও হাঁস মুরগী খামার রেজিষ্ট্রেশন করণের ব্যবস্থা গ্রহণ।

বিনামূল্যে

ঙ) প্রাকৃতিক দুযোর্গ চালাকালীন সময়ে

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বেসরকারী সেবা মূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় গবাদি পশু ও হাঁস-মুরগীর জরুরী  চিকিৎসা, টিকাদান ও ত্রাণ বিতরণ।

বিনামূল্যে সরকারী বিধি মোতাকে

চ) উন্নত জাতের গবাদি পশু, হাঁস-মুরগীর খামারী/কৃষককে অনুদান প্রদান।

উপজেলা প্রাণি সম্পদ অফিসার

ভেটেরিনারি সার্জন

 

সকাল ০৯.০০ হতে

বিকাল ৫.০০টা

সরকার ঘোষিত নীতিমালা মোতাবেক।

ছ) রোগাক্রামত্ম এলাকা চিহ্নিত করণ ও  প্রয়োজনীয় টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ

 

 

জ) কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/পয়েন্টে আনীত গাভী প্রজননের ব্যবস্থা গ্রহণ, গর্ভবতী গাভীর গর্ভ পরীক্ষা করন।

এফ, এ(এ/আই)

প্রশিক্ষণ প্রাপ্ত

স্বেচ্ছাসেবী।

তরল সিমেন -১৫/-

হিমায়ীত সিমেন- ৩০/-

 

 

সেবা প্রদানকারী

 

 

উপজেলা প্রাণি সম্পদ অফিসার

বাসাইল, টাংগাইল।

টেলিফোন নং-৫৬০২৬